বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ রেলওয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

সম্প্রতি আবারো বাংলাদেশ রেলওয়েতে বুকিং সহকারী পদে ১৫৩ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।  দেশের সকল জেলার নাগরিক  উক্ত পদে  অনলাইনে আবেনদ ফরম পূরণ করতে পারবেন। এতে আপনিও আবেদন করতে পারবেন।  আবেদনের যোগ্যতা কি? কিভাবে আবেদন ফরম পূরণ করবেন এবং নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে দেওয়া হলো।



রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Bangladesh Railway Job Circular 2022: বাংলাদেশ রেলওয়ের নিম্মেবর্ণিত রাজস্বখাতভুক্ত স্থায়ী  শূণ্য পদসমূহের নিমিত্ত শর্তসাপেক্ষে বাংলাদেশের সকল নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফরমে অনলাইনে আবেদন করার জন্য আহবান করা হয়েছে। 
বাংলাদেশ রেলওয়ে হচ্ছে  বাংলাদেশের একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ও রাষ্ট্র পরিচালিত রেল পরিবহন সংস্থা।এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত । ১৯৯০ খ্রিষ্টাব্দে এই নব্য প্রতিষ্ঠিত রেলপথ মন্ত্রনালয়ের অধীনে নিজের কার্যক্রম পরিচালনা করে। মোট ২৫০৮৩ নিয়মিত কর্মচারীসহ বাংলাদেশ রেলওয়ের মোট ২৯৫৫.৫৩ কি.মি রুট রয়েছে।


Bangladesh Railway Job Circular 2022

সংক্ষিপ্ত বিবরণী:  

প্রতিষ্ঠানের নাম        : বাংলাদেশ রেলওয়ে

সংক্ষিপ্ত নাম            : বিআর 

চাকরির ধরন            : সরকারি চাকরী

মোট পদসংখ্যা        : ১৫৩ টি

বেতন স্কেল               :  ৯,৭০০-২৩,৪৯০/- টাকা

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: ২৯মে মার্চ ২০২২

আবেদন শুরুর তারিখ: ০৭ এপ্রিল ,২০২২

আবেদনের শেষ তারিখ: ১৭ মে, ২০২২ বিকাল ৫টা পর্যন্ত

govt job circular

সতর্কতাঃ

আবেদনের করতে ইচ্ছুক সকল যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অনলাইনে নিম্মলিখিত নিয়মীবলী অনুসরণ করে অনলাইনে আবদেন দাখিল করতে হবে। আবেদনে কোন তথ্য ভূল হলে আবেদন গ্রহণযোগ্য হবেনা।

রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

টপিকবিস্তারিত
নিয়োগকারী প্রতিষ্ঠান       বাংলাদেশ রেলওয়ে
পদের নামবুকিং সহকারী
লোকেশন বাংলাদেশের যেকোন জায়গায়
মোট শূণ্যপদ১৫৩টি
কাজের ধরনফুল টাইম চাকরী
চাকরীর ধরনসরকারি চাকরী
লিঙ্গপুরুষ ও মহিলা উভয়ই
শিক্ষাগত যোগ্যতাএইচএসসি পাস
অন্যান্য যোগ্যতাকম্পিউটার বিষয়ে দক্ষতা
বয়স১৮-৩০ বছর
বেতন স্কেল৯,৭০০-২৩,৪৯০/-
উৎসরেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন লিংকhttp://br.teletalk.com.bd/






railway job circular 2022
railway job circular

govt job circular 2022

আবেদনের নিয়মাবলীঃ

প্রথমে  এই লিংকে ক্লিক করে অনলাইনে  নির্ধারিত ফরমটি ওপেন করে ব্যক্তিগত তথ্য , শিক্ষাগত যোগ্যতার তথ্য ইত্যাদি যথাযথভোবে পূরণ করতে হবে। সর্বশেষ ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি আপলোডের সময় অবশ্যই ছবির সাইজ (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel  ও স্বাক্ষরের  সাইজ (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) Pixel  অনুযায়ী সাইজ করে নিতে হবে। ছবি ১০০ কিলোবাইট , স্বাক্ষর ৬০ কিলোবাইটের মধ্যে হতে হবে। ছবি ্ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করলে আবেদন সফলভাবে সাবমিট হবে। তারপর আবেদন ফরমটি ডা্উনলোড করে টেলিটক মোবাইল অপারেটর এর মাধ্যমে এসএমসের মাধ্যমে আবেদন সাবমিট করার পর ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

বিস্তারিত জানতে সার্কুলারটি ডাউনলোড করুন।

আবেদন করতে এখানে ক্লিক করুন

আবেদনের সময় বাকি

আবেদনের সময় বাকি

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন