অনলাইনে ট্রেনের টিকিট কাটার নিয়ম


অনলাইনে ট্রেনের টিকিট কাটার নতুন নিয়ম

online train ticket booking,buy train ticket online bd,online train ticket booking bd chittagong to dhaka,online train ticket price bd,how to return online train ticket bd,shohoz train ticket registration,www railway gov bd registration,online train ticket app,bangladesh railway online ticket booking time,online train ticket,train ticket bd,kamalapur train schedule,bangladesh railway schedule,bangladesh railway online ticket,railway ticket online,bangladesh railway ticket,online train ticket bd,online train ticket,shohoz.com train ticket,train ticket,ac_s train seat,shovon seat,snigdha train seat picture,shovon seat in train,snigdha train seat bd,'s chair train seat bd,shovon seat,railway ticket,sovan chair category,snigdha seat,



আমাদের মধ্যে অনেকেই  চান না স্টেশনের কাউন্টারে ভিড় ঠেলে ট্রেনের টিকিট কাটতে। কিংবা আমাদের নানা ব্যস্ততায় সময়ও হয়ে ওঠে না। আর তাই অনলাইনে টিকিট কাটা দিন দিন জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে আপনি অনলাইনে ঘরে বসে আপনার কাঙ্খিত টিকিটটি ক্রয় করতে পারবেন।
বাংলাদেশে অনেক আগে থেকেই অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি চালু রয়েছে। যাত্রীরা বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট থেকে সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন। আগামী ২৬ মার্চ থেকে টিকিট পেতে নতুন নিয়ম অনুসরণ করতে হবে। নতুন নিয়মে ট্রেনের টিকেট কিভাবে কাটবেন তা নিম্মে দেওয়া হলো।

প্রথম ধাপ

সর্বপ্রথম আপনাকে রেলওয়ে ট্রেন কাটার নতুন যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আপনাদের সামনে বাংলাদেশ রেলওয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেটি দেখতে পাবেন। 

রেলওয়ে টিকিট


দ্বিতীয় ধাপ

ওয়েবসাইটে প্রবেশের পর আপনাদের ব্যক্তিগত তথ্য প্রদান করে রেজিষ্ট্রার করে নিতে হবে। রেজিষ্টেশন করতে রেজিষ্ট্রারে ক্লিক করুন। তারপর রেজিষ্ট্রেশন সমপন্ন হয়ে গেলে হোম পেইজে যেতে হবে। হোম পেইজে আসার পর আপনাদের যে ভ্রমনের গন্তব্য, ভ্রমনের সময়, ও ট্রেনের ধরন  সিলেক্ট করতে হবে। ট্রেনের বিভিন্ন ক্যাটাগরী রয়েছে সেগুলো হলো 

SHOVAN : পুরো নাম শোভন (Shovan)। নন এসি শোভন ক্লাসের চেয়ার সিট। দেশের সকল মেইল ট্রেন ও কিছু আন্তঃনগর ট্রেনে শোভন সিট থাকে। ট্রেনের সবচেয়ে কম খরচের সিট এবং আরামদায়ক নয় এই সিট

S_CHAIR : পুরো নাম শোভন চেয়ার (Shovan Chair)। নন এসি এই সেকেন্ড ক্লাস শোভন চেয়ার সিট প্রায় সব আন্তঃনগর ট্রেনে থাকে। শোভন চেয়ারের ভাড়া শোভন এর চেয়ে বেশী। সিট মোটামুটি আরামদায়ক। শোভন চেয়ার, শোভন এর চেয়ে ভালো সিটের হয়ে থাকে।

SNIGDHA : পুরো নাম স্নিগ্ধা (Snigdha)। এসি চেয়ার (AC Chair) হিসেবেও পরিচিত। এসি কোচের চেয়ার সিট। দেশের সব আন্তঃনগর ট্রেনে না থাকলেও বেশিরভাগ জনপ্রিয় গন্তব্যের ট্রেনে স্নিগ্ধা কোচ থাকে। সীট শোভন চেয়ারের চেয়ে আরামদায়ক। পুরো কোচ এসি থাকায় ভ্রমণও আরামদায়ক।

F_CHAIR : পুরো নাম ফার্স্ট ক্লাস চেয়ার (First Class Chair)। নন এসি চেয়ার। শোভন চেয়ার (F_CHAIR) এর চেয়ে আরামদায়ক সিট। সব আন্তঃনগর ট্রেনে এই টাইপ থাকেনা।

F_BERTH : পুরো নাম ফার্স্ট ক্লাস বার্থ (First Class Berth)। নন এসি কেবিন সিট। রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। এখানে ঘুমানোর সুযোগ রয়েছে। দিনের বেলায় এই কোচ ক্লাস F_SEAT ফার্স্ট ক্লাস সিট হিসেবে ব্যবহৃত হয়।

F_SEAT : পুরো নাম ফার্স্ট ক্লাস সিট (First Class Seat)। দিনের ট্রেনে নন এসি কেবিন গুলো এই সিট হিসেবে ব্যবহার করা যায়। এখানে ঘুমানোর সুযোগ নেই, বসে যেতে হবে। মূলত F_BERTH কেবিন গুলোই দিনের বেলা F_SEAT সিট হিসেবে ব্যবহার হয়।

AC_B : পুরো নাম এসি বার্থ (AC Berth)। এয়ার কন্ডিশনড কেবিন। শুধু রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। ২ অথবা ৪ সিটের কেবিন হয়ে থাকে। বাংলাদেশের দূরপাল্লার আন্তঃনগর রাতের ট্রেনে এই কেবিন থাকে। বাংলাদেশের ট্রেন গুলোর মধ্যে সবচেয়ে আরামদায়ক ও বেশী খরচের সিট।

AC_S : পুরো নাম এসি সিট (AC Seat)। এয়ার কন্ডিশনড সিট। মূলত এসি বার্থ (AC_B) কেবিন গুলো দিনের বেলার যাত্রার সময় এসি সিট হিসেবে ব্যবহার করা হয়।

তৃতীয় ধাপ

গন্তব্য, ট্রেনের ধরন ও তারিখ সিলেক্ট করার পর ফাইন্ড টিকিটে ক্লিক করুন।

আপনার দেওয়া তথ্য অনুযায়ী যতগুলো ট্রেন আছে সেগুলো দেখতে পাবেন। যেকোন একটি ট্রেন সিলেক্ট করে সিট ভিউ সিট এ  ক্লিক করুন।

railway online ticket


তারপর সিট পছন্দ করে সর্বশেষ পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট সম্পন্ন হলে প্রিন্ট টিকিটে ক্লিক করে টিকিটটি প্রিন্ট কিংবা ডাউনলোড করে নিতে পারবেন। তাছাড়া টিকিট রিটার্ন নিতে চাইলে আপনার ডাউনলোডকৃত টিকিটে রিটার্ন নেওয়ার সমস্ত নিয়ম দেখতে পারবেন। নিয়মগুলো অনুসরণ করে টিকিট রিটার্ন নিতে পারবেন। এভাবে চাইলে আপনি ঘরে বসে আপনার কাঙ্খিত টিকিটটি ক্রয় করতে পারবেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন