বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ || BEPZA Job Circular 2022

 বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

Bepza job circular 2022, www.bepza.gov.bd job circular 2022, BEPZA job circular 2022, bepza teletalk com bd, www.bepza.gov.bd job application form, "Keyword" "govt job circular 2022" "govt job circular november 2021" "govt job circular 2021 hsc pass" "govt job circular 2021 recent" "govt job circular 2021 ssc pass" "govt job circular 2022 recent" "govt job circular 2021 teletalk" "govt job circular 2021 all" "govt job circular bank" "bd govt job circular 2021" "all govt job circular 2021" "bd govt job circular 2022" "recent govt job circular 2021" "upcoming govt job circular 2021" "hsc pass govt job circular 2021" "recent govt job circular 2022" "teletalk govt job circular 2021" "bank govt job circular 2021" "govt bank job circular 2021" "govt project job circular 2021" "govt all job circular 2021" "govt all job circular 2022" "govt new job circular 2021""Keyword" "Job Circular 2022" "www.gov.bd job circular 2022" "Bd job Circular" "Recently government Job Circular" "Recent job news" "Recent govt Job Circular 2022""Keyword" "recently government job circular" "recent job news" "bangladesh railway job circular 2022" "grameen bank job circular 2022" "bd govt job" "bank job circular 2022" "railway job circular 2022" "www gov bd job circular 2022"

BEPZA Job Circular : সম্প্রতি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (BEPZA) আবারো  নিয়োগযোগ্য ৫৫টি পদে  বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি বেপজার অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।  বিজ্ঞপ্তিতে  উল্লেখিত জেলা বাদে  সকল জেলার যোগ্য প্রার্থীগণ উক্ত পদসমূহে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে। নিচে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হলো।


সংক্ষিপ্ত বিবরণী
প্রতিষ্ঠানের নামঃ বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ
সংক্ষিপ্ত নাম                 : BEPZA
চাকরির ধরন                : সরকারি চাকরী
মোট পদসংখ্যা            :  ৫৫ টি
বেতন স্কেল                  :  বিজ্ঞপ্তিতে দেখুন
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ  : ০১ আগস্ট ২০২২
আবেদন শুরুর তারিখ     : ০৮ আগস্ট ,২০২২
আবেদনের শেষ তারিখ    : ৩১ আগস্ট ,২০২২


পদবী, শিক্ষাগত যোগ্যতা ও পদসংখ্যা

পদের নাম: সহকারি পরিচালক প্রশাসন
পদ সংখ্যা: ০৫ জন
শিক্ষাগত যোগ্যতা: নুন্যতম স্নাতক সম্মানসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। ‍অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী অনার্স ডিগ্রি।
অভিজ্ঞতা :
বেতন স্কেল: ২২,০০০-৫৩০৬০ ( ০৯ তম গ্রেট)।


পদের নাম:
সহকারী পরিচালক (বিউ/ইএস/শি:স/ক:অ)
পদসংখ্যা:
১৩  জন
শিক্ষাগত যোগ্যতা:
২য় শ্রেণীর এমবিএ অথবা অর্থনীতি, লোকপ্রশাসন, ব্যবস্থাপনা, বিজ্ঞানে স্নাতক সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অথবা সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রি।

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা।


পদের নাম:
সহকারী পরিচালক (হিসাব/নিরীক্ষা)

পদসংখ্যা: ০১ জন

শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক সম্মানসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। অথবা সংশ্লিষ্ট বিষয়ে অনার্স ডিগ্রি।
বেতন স্কেল: ২,০০০-৫৩,০৬০ টাকা


পদের নাম:
নিরাপত্তা কর্মকর্তা
পদসংখ্যা:
০৩  জন
শিক্ষাগত যোগ্যতা:
স্নাতক ডিগ্রিসহ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার।

বেতন স্কেল: ৬০,০০০ টাকা।


পদের নাম:
সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা/সহকারী নিরীক্ষা কর্মকর্তা 

পদসংখ্যা: ০৯ জন
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক।
বেতন স্কেল:১৬,০০০-৩৮,৬৪০ টাকা।


পদের নাম:
জুনিয়র অডিও ভিজ্যুয়াল অফিসার
পদসংখ্যা:
০১ জন
শিক্ষাগত যোগ্যতা: 
স্নাতক।
বেতন স্কেল:
১৬,০০০-৩৮,৬৪০ টাকা।

পদের নাম:
নিরাপত্তা পরিদর্শক
পদসংখ্যা:
০৫ জন
শিক্ষাগত যোগ্যতা:
এইচএসসি পাশসহ সশস্ত্র বাহিনীর কর্পোরাল অথবা সমমর্যাদা সম্পন্ন পদে অবসরপ্রাপ্ত ব্যাক্তি।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা।

পদের নাম:
ক্যাশিয়ার
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রী
বেতন স্কেল: ২০,০০০ টাকা।

পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার
পদসংখ্যা:  ১৫ জন
শিক্ষাগত যোগ্যতা:  এইচএসসি পাস (কম্পিউটারের অভিজ্ঞতা থাকতে হবে)

বেতন স্কেল: ১০,০০০-২৪,৬৮০ টাকা।

পদের নাম:
সার্ভিস বয়
পদসংখ্যা: 
০২ জন
শিক্ষাগত যোগ্যতা:
৮ম শ্রেণী পাশ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।


পদের নাম: সহকারী বাবুর্চী
পদসংখ্যা: 
০২ জন
শিক্ষাগত যোগ্যতা:
৮ম শ্রেণী পাশ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।

পদের নাম: ডিসপাচ রাইডার
পদসংখ্যা: 
০২ জন
শিক্ষাগত যোগ্যতা:
৮ম শ্রেণী পাশ।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।


বেপজা নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

টপিকবিস্তারিত
নিয়োগকারী প্রতিষ্ঠান       বেপজা
পদের নামবিজ্ঞপ্তিতে দেখুন
লোকেশন বাংলাদেশের যেকোন জায়গায়
মোট শূণ্যপদ৫৫টি
কাজের ধরনফুল টাইম চাকরী
চাকরীর ধরনসরকারি চাকরী
লিঙ্গপুরুষ ও মহিলা উভয়ই
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম, এসএসসি পাশ,এইচএসসি, স্নাতক/স্নাতকোত্তর 
অন্যান্য যোগ্যতা-----------
বয়স18-45 বছর
বেতন স্কেলবিজ্ঞপ্তিতে দেখুন
উৎসবেপজা অফিসিয়াল ওয়েবসাইট 
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন লিংকwww.bepza.teletalk.com.bd

BEPZA job circular 2022 

আবেদনের নিয়ম

প্রথমে bepza.teletalk.com.bd এই লিংকে ক্লিক করে অনলাইনে  নির্ধারিত ফরমটি ওপেন করে ব্যক্তিগত তথ্য , শিক্ষাগত যোগ্যতার তথ্য ইত্যাদি যথাযথভোবে পূরণ করতে হবে। সর্বশেষ ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি আপলোডের সময় অবশ্যই ছবির সাইজ (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel  ও স্বাক্ষরের  সাইজ (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) Pixel  অনুযায়ী সাইজ করে নিতে হবে। ছবি ১০০ কিলোবাইট , স্বাক্ষর ৬০ কিলোবাইটের মধ্যে হতে হবে। ছবি ্ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করলে আবেদন সফলভাবে সাবমিট হবে। তারপর আবেদন ফরমটি ডা্উনলোড করে টেলিটক মোবাইল অপারেটর এর মাধ্যমে এসএমসের মাধ্যমে আবেদন সাবমিট করার পর ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।

বিস্তারিত জানতে  সার্কুলারটি ডাউনলোড করুন।

সতর্কতাঃ আবেদনের করতে ইচ্ছুক সকল যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অনলাইনে নিম্মলিখিত নিয়মীবলী অনুসরণ করে অনলাইনে আবদেন দাখিল করতে হবে। আবেদনে কোন তথ্য ভূল হলে আবেদন গ্রহণযোগ্য হবেনা। বিজ্ঞপ্তিতে যেসকল জেলাগুলোকে আবেদন করতে বলা হয়নাই সেসকল জেলাসমূহ আবেদন করতে পারবেনা।





একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন