জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম ২০২২ || Birth Certificate online 2022

জন্ম নিবন্ধন অনলাইন আবেদন ২০২২

জন্ম নিবন্ধন ফরম 2022	,পুরাতন জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন অনলাইন যাচাই , হাতে লেখা জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম ,অনলাইন জন্ম নিবন্ধন আবেদন ,জন্ম নিবন্ধন ডিজিটাল করার নিয়ম ২০২১, জন্ম নিবন্ধন যাচাই, জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম ২০২২,হাতে লেখা জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম,অনলাইন জন্ম নিবন্ধন আবেদন, bdris.gov.bd ,birth certificate online, bdris,

জন্মনিবন্ধন হচ্ছে একটি সরকারি ডকুমেন্ট। কোন শিশু জন্মের পর তাকে   জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন ২০০৪ অনুযায়ী জন্ম নিবন্ধন সকলের জন্য ব্যধ্যতামূলক ।তাছাড়া, এখন বিদ্যালয়ে ভর্তি, চাকরিতে নিয়োগ, পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্রসহ ১৯ টি ক্ষেত্রে জন্ম সনদ আবশ্যক। আবার জন্ম নিবন্ধন ব্যতীত কোন ব্যক্তির মৃত্যু নিবন্ধন করা যাবে না। মৃত্যু নিবন্ধন না হলে উত্তরাধিকার নিশ্চিত করা যাবে না। তাই বর্তমানে অনলাইন জন্মনিবন্ধন খুবই প্রয়োজনীয় একটি ডকুমেন্ট। আজকের এই পোস্টে কিভাবে নতুন জন্মনিবন্ধন/ জন্মনিবন্ধন অনলাইন করবেন, জন্মনিবন্ধন আবেদন করতে কি কি ডকুমেন্ট প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

জন্ম নিবন্ধন অনলাইন করার নিয়ম

নতুন জন্মনিবন্ধন আবেদন/অনলাইন করার পূর্বে পূর্বের জন্মনিবন্ধন অনলাইন আছে কিনা তা চেক করে দেখতে হবে। যদি পূর্বের জন্মনিবন্ধন অনলাইন থাকে তাহলে নতুন করে জন্মনিবন্ধন আবেদনের কোন প্রয়োজন নেই। আর যাদের জন্মনিবন্ধন নাাই কিংবা জন্মনিবন্ধন অনলাইন নাই তারা নতুন জন্মনিবন্ধনের জন্য আবেদন করার মাধ্যমে জন্মনিবন্ধন অনলাইন করতে পারবে। জন্মনিবন্ধন আবেদনের জন্য জন্ম ও মৃত্য নিবন্ধনের জন্য বিডিরিস নতুন একটি সফওয়্যার চালু করা হয়েছে। সর্ব প্রথম আপনাকে যেকোন একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন করে bdris.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করে অথবা যেকোন একটি ইন্টারনেট ব্রাউজার ওপেন birth certificate online দিয়ে সার্চ দেওয়ার পর জন্ম ও মৃত্যু নিবন্ধনের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপর আপনার নাম , জন্মতারিখ, সন্তানের ক্রম ও জন্মস্থানের  ঠিকানা পূরণ করার পর পববর্তী বাটনে ক্লিক করতে হবে। 

উল্লেখ্যে  যে যাদের জন্মতারিখ ০১/০১/২০০৪ এর পরে তাদের ক্ষেত্রে নতুন জন্মনিবন্ধনের আবেদনের পূর্বে পিতা-মাতার জন্মনিবন্ধন অনলাইন করার প্রয়োজন নেই । সম্প্রতি পিতামাতার অনলাইন জন্মসনদ ছাড়াও নতুন জন্মনিবন্ধনের আবেদন করা যাবে। যদি পিতামাতার জন্মনিবন্ধন অনলাইন থাকলে  তারপর সেই জন্মনিবন্ধন নাম্বারটি বসালে সয়ংক্রিয়ভাবে তার পিতা মাতার নাম ও অন্যান্য তথ্য অটোভাবে ফিলাপ হয়ে যাবে। পিতা -মাতার নাম ম্যানুয়ারী পূরণ করার প্রয়োজন হবেনা। 

আর যাদের জন্মতারিখ ০১/০১/২০০২ এর পূর্বে তাদের ক্ষেত্রেও নতুন জন্মনিবন্ধনের আবেদনের জন্য পিতা-মাতার জন্মনিবন্ধন অনলাইন করা প্রয়োজন হবেনা। সেইক্ষেত্রে পিতা মাতার নাম বাংলায় ও ইংরেজিতে দিয়ে পূরণ করতে হবে। তবে পিতা- মাতার জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র নাম্বার থাকলে তা উল্লেখিত ফর্মে ইনপুট দিতে পারবেন। পিতা-মাতার তথ্যগুলো পূরণ করার পর জন্মস্থানের ও স্থায়ী  ঠিকানা একই হলে  একই বাটনে করতে হবে আর একই না হলে  তা পূরণ করতে হবে। 

আর স্থায়ী ও বর্তমান ঠিকানা কই হলে  একই বাটনে করতে হবে আর একই না হলে  তা পূরণ করতে হবে। সর্বশেষ পরবর্তী ধাপে ক্লিক করে আবেদনকারীর মোবাইল নং/ইমেইল আইডি প্রদান করে আবেদনকারীর সপক্ষে  যে ব্যক্তি আবেদনটি করবে তার সাথে আাবেদনকারীর সম্পর্ক  কি  তা নির্বাচন করে পরবর্তী বাটনে ক্লিক করে আবেদন পত্রের প্রিভিউ দেখতে পাবেন। প্রিভিউ দেখার পর সবকিছু ঠিক থাকলে সাবমিট বাটনে ক্লিক করলে আবেদনকারী একটি আবেদনপত্রের নাম্বার দেখতে পাবেন এবং তার আবেদনটি প্রিন্ট করতে পাবেন। 

নতুন জন্মনিবন্ধন আবেদনের ভিডিও টিউটরিয়াল


জন্ম নিবন্ধন করতে কি কি লাগে 2022

  • জাতীয় পরিচয়পত্র/পুরাতন জন্মসনদ
  •  সার্টি ফিকেট (যদি থাকে) 
  • পিতা-মাতার এনআইডি (যদি থাকে) 
  • বিদ্যুৎ বিল 
  • চৌকিদারি কর রশিদ 
  • টিকা কার্ড
  • পাসপোর্ট (যদি থাকে)
  •  
অনলাইনে আবেদন পরবর্তী


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন