অনলাইনে নতুন জন্মনিবন্ধন আবেদন

 নতুন জন্মনিবন্ধন আবেদন ২০২২

জন্মের পর সরকারি খাতায় প্রথম নাম লেখানোই জন্ম নিবন্ধন। একটি শিশুর জন্ম নিজ দেশকে, বিশ্বকে আইনগতভাবে জানান দেয়ার একমাত্র পথ জন্মের পর জন্মনিবন্ধন করা। নবজাতকের একটি নাম ও একটি জাতীয়তা নিশ্চিত করতে এটি হচ্ছে প্রথম আইনগত ধাপ। জন্ম নিবন্ধন প্রতিটি শিশুসহ বয়স্কদেরও একটি অধিকার। এটি নাগরিক অধিকারের পর্যায়ে পড়ে। পৃথিবীতে একটি শিশু জন্মানোর পর রাষ্ট্র থেকে প্রথম যে স্বীকৃতি সে পায় সেটি হলো জন্ম নিবন্ধন। দেশের অন্যান্য নাগরিকের সাথে সে সমান অধিকারে এক কাতারে সামিল হয় এই জন্ম নিবন্ধনের মাধ্যমে।  বর্তমানে জন্মনিবন্ধনের গুরুত্ব ব্যাপক ।  জন্মনিবন্ধন বর্তমানের দেশের ১৯টির ও বেশি খাতে প্রয়োজন হচ্ছে। স্কুল- কলেজ  ভর্তির ক্ষেত্রে ,  পাসপোর্ট তৈরীতে, এনআইডি আবেদনে , চাকরির নিয়োগের ক্ষেত্রেও বর্তমানে  জন্মনিবন্ধন আবশ্যক। তাছাড়া কোন ব্যক্তির অনলাইন মৃত্যুনিবন্ধন করতেও বর্তমানে জন্মনিবন্ধন অনলাইনের প্রয়োজন পড়ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন