এইচএসসি ২০২২ ফ্রি হ্যান্ড নোট ও মডেল সিকিউ PDF

এইচএসসি ২০২২ ফ্রি রিভিউশন প্রোগ্রাম 



প্রিয় এইচএসসি ২০২২ ব্যাচের বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আর কিছুদিন পর থেকে শুরু হতে যাচ্ছে সংক্ষিপ্তি সিলেবাস ২০২২ সালের এইচএসসি/সমমান পরীক্ষা। করোনা মহামারীকালীন সময়ে সবচেয়ে বেশী ক্ষতির শিকার হয়েছে আমাদের শিক্ষাব্যাবস্থা। অনলাইনে ক্লাস পরিচালনায় ছিল স্কুল-কলেজগুলোর অনভ্যস্ততা; পাশাপাশি, বোর্ডের কারিকুলাম অনুযায়ী অল্প সিলেবাসে পরীক্ষা নিতে হয়েছে। এজন্য বেশিরভাগ শিক্ষার্থীর বেসিকে ঘাটতি দেখা দিয়েছে। আর এই ঘাটতির সবচেয়ে বড় শিকার ২০২২ সালের HSC পরিক্ষার্থী ব্যাচ। যদিও অনেক শিক্ষার্থী নিজের মতো করে সবগুলো টপিক পড়েছে, কিন্তু কী ধরণের প্রশ্ন আসবে এবং কীভাবে সেগুলোর সমাধান করতে হবে - তা নিয়ে শিক্ষার্থীদের মাঝে অজ্ঞতা রয়েছে। 


সম্প্রতি এইচএসসি ২০২২ ব্যাচের জন্য বিনামূল্যে এইচএসসি রিভিশন প্লেন নামে একটি সেবা চালূ করেছে অপার ক্লাসরুম নামে একটি অনলাইন প্লাটফর্ম। যেখানে এইচএসসি ২০২২ সালের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা  তাদের তৈরী অধ্যায়ভিত্তিক হ্যান্ডনোট, মডেল সিকিউ, অনলাইন এক্সসহ দেশসেরা শিক্ষকদের  অধ্যায়ভিত্তিক ভিডিও প্লেলিস্ট পাবে  একটা ওয়েব অ্যাপের মধ্যে।  

অপার ক্লাসরুম নামের এই অনলাইন প্লাটফর্ম ফেসবুক গ্রুফ ও তাদের ইউটিউব চ্যানেল ও অন্যান্য প্লাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীদের  ক্লাস নিচ্ছে একেবারে৷ বিনামূল্যে। যার মাধ্যমে একজন শিক্ষার্থী শুধুমাত্র এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে করে একাডেমিক পরীক্ষার পাশাপাশি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়,মেডিকেল প্রস্তুতি নিতে পারছে।

পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত, এবং জীববিজ্ঞানের উপর নোট ও মডেল সিকিউ ডাউনলোড করতে পারবে। যেখানে এবারের শর্ট সিলেবাস ও শর্ট মানবন্টনের উপর ভিত্তি করে সবচেয়ে বেশি দরকারি টপিকগুলা এমন ভাবে পড়ানো হবে যাতে করে পরীক্ষায় আসা প্রশ্নগুলো থেকে কমন নিশ্চিত করা যাবে। যা তোমাদেরকে ভালো একটি ফলাফল নিশ্চিত করতে সাহায্য করবে। 


এইচএসসি ২০২২ ফ্রি রিভিউশন প্ল্যান 

ওয়েব অ্যাপ লিংক


Apar Classroom Facebook Group Link

ফেসবুক গ্রুপ লিংক


বিজ্ঞাপন

চলে এসেছে এইচএসসি ২২ শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স! ৪০টি লাইভ ক্লাসে নিয়ে নাও HSC পরীক্ষার শেষ মূহুর্তের সেরা প্রস্তুতি!

এই কোর্সে থাকছে:

  • 👉 ৪টি সাবজেক্ট 
  • 👉 ৮টি পেপারস
  • 👉 ৪০টি লাইভ ক্লাস
  • 👉 ৪০টি লেকচার শিট
  • 👉 Creative Question সাজেশন

তাহলে দেরী কেন? আজই Enroll করে HSC- এর শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু করে দাও। 🔥

কোর্স ভর্তি হতে এখানে ক্লিক কর।


Enroll Now




1 মন্তব্যসমূহ

নবীনতর পূর্বতন