এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
আগামী ১৯ জুন হতে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। সিলেটসহ দেশের বিভিন্ন জায়গায় বন্যা ও ভারী বৃষ্টিপাতের পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া এই পরীক্ষা স্থগিত করেছে। শুক্রবার (১৭ জুন) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠিত এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
এই ভার্চুয়াল সভায় শিক্ষা উপমন্ত্রী, মাধ্যমিক ও উচ্চ্ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সচিব ও সকল বোর্ডের চেয়ারম্যানদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এসএসসি পরীক্ষা ২০২২ কবে হবে
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ থেকে অনুষ্ঠিতব্য সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার পরিবর্তিত সময়সূচী পরে জানানো হবে।
এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ গত বছর পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪৩ হাজার ২৫৪ জন। এ ২১ হাজার ৮৬৮ জন। এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় গত বছরের চেয়ে প্রায় সোয়া দুই লাখ পরীক্ষার্থী কমেছে।
বিজ্ঞাপন
হাই
উত্তরমুছুন