অনলাইনে খতিয়ান দেখার নিয়ম
বর্তমানে জায়গা জমি নিয়ে নানা ধরনের সমস্যায় প্রায় মানুষই সম্মূখীন হয়ে থাকে। এই সমস্যা আগে ছিল। তবে বর্তমানের ভুমিসেবা ডিজিটাল করায় আমরা ঘরে বসে ভূমি সংক্রান্ত সকল সরকারি সেবা ঘরে বসে অনলাইনে কিংবা মুটোফোনের মাধ্যমে সুবিধা পাচ্ছি। বর্তমানে ই-পর্চা সেবা চালু করায় অনেকটা সুবিধা হয়েছে। খতিয়ানের কপি নিতে আর দিনের পর দিন হয়রানির শিকার হতে হবেনা এবং খতিয়ানের কপি নিতে সরকারি ফি বাদের অতিরিক্ত কোন ফি দিতে হবেনা। বর্তমানে দেশের সকল জেলায় এ ভূমি ই-সেবা চালু হয়েছে। আজকের এই পোস্টটি পড়ে আপনি সহজেই আপনার খতিয়ানের অনলাইন কপি ডাউনলোড, খতিয়ানের কপি যাচাই বা সার্টিফাইড কপি মোবাইল অথবা কম্পিউটার দিয়ে সহজেই নিতে পারবেন।
জমির খতিয়ান বের করার নিয়ম
এখন থেকে ঘরে বসে আপনি আপনার জমির আরএস, বিএস, সিএস দিয়ারা, পেটিসহ দেশের সকল খতিয়াননের অনলাইন কপি বের করতে পারবেন। আপনি চাইলে আপনার খতিয়ানের সার্টিফাইড কপি ঘরে বসে আবেদন করে ডাকযোগে কিংবা সরাসরি অফিস কাউন্টার থেকে খতিয়ানের কপি নিতে পারবেন। বর্তমানে অনলাইনে নামজারী খতিয়ান ব্যতিত সকল খতিয়ান অনলাইনে এন্টি রয়েছে। মাত্র ১ মিনিটের অনলাইনে জমির খতিয়ান যাচাই করা সম্ভব। বাংলাদেশের সবধরনের খতিয়ানই এখন জাতীয় ভুমি তথ্য ও সেবা কাঠামোর ওয়েবসাইটের মাধ্যমে জানা যাচ্ছে। খতিয়ানের অনলাইন কপি ও সার্টিফাইড কপি কীভাবে ডাউনলোড করবেন নিচে দেওয়া হলো।