ফ্রি ডোমেইন হোস্টিং Free Hosting
একটি ওয়েবসাইটকে ইন্টারনেটে লাইভ সার্ভারে প্রদর্শন করার জন্য প্রয়োজন ডোমেইন ও হোস্টিং। ডোমেইন বলতে আপনার ওয়েবসাইটের একটি নির্দিষ্ট ঠিকানা , আর হোস্টিং হচ্ছে আপনার সেই ওয়েবসাইটকে লাইভ সার্ভারে রাখা যেখান থেকে ওয়েবসাইটের তথ্যগুলো প্রদর্শিত হবে। সাধারণত একটি ওয়েবসাইটকে পরিচালনার জন্য আমরা অনেকেই ডোমেইন ও হোস্টিং বিভিন্ন হোস্টিং কোম্পানি থেকে ক্রয় করে থাকি। তবে আপনি ফ্রিতেই ডোমেইন ও হোস্টিং ব্যবহার করে সুন্দর একটি ওয়েবসাইট হতে পারে ব্লক সাইট, পার্সোনাল সাইট, ইকমার্স সাইট, কর্পোরেট সাইট, এডুকেশনাল সাইট সহ যেকোন ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন সহজেই।
আজকের এই পোস্টে আপনাদের ৬টি জনপ্রিয় ফ্রি ডোমেইন ,হোস্টিং কোম্পানি সমূহ আপনাদের সাথে শেয়ার করবো।
বিভিন্ন ফ্রি ডোমেইন হোস্টিং এর সমূহ
১. Infinity Free Hosting
বর্তমানে Infinity free hosting জনপ্রিয় একটি ফ্রি ডোমেইন হোস্টিং কোম্পানি। পৃথিবীতে প্রায় অধিকাংশ ওয়েবসাইট এর ফ্রি ডোমেইন হোস্টিং ব্যবহার করে থাকে। যার মাধমে আপনি আপনার পছন্দের যেকোন ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন। ডোমেইনের ক্ষেত্রে আপনাকে সাবডোমেইন ব্যবহার করতে হবে এবং আনলিমিটেড ওয়েব হোস্টিং ব্যবহার করতে পারবেন। লোডিং স্প্রিড অনেক ভালো। ডোমেইন হোস্টিং এর পাশাপাশি C Pannel এর সুবিধাও রয়েছে। এর মাধ্যমে আপনি ওয়ার্সপ্রেসও ইনস্টল করে ওয়ার্ডপ্রেস দিয়ে প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
২. Profreehost.com
Profreehost.com ও জনপ্রিয় আরেকটি ফ্রি ডোমেইন হোস্টিং কোম্পানি। পৃথিবীতে প্রায় অধিকাংশ ওয়েবসাইট এর ফ্রি ডোমেইন হোস্টিং ব্যবহার করে থাকে। এর মাধমে আপনি আপনার পছন্দের যেকোন পরিচালনা করতে পারবেন। ডোমেইনের ক্ষেত্রে আপনাকে সাবডোমেইন ব্যবহার করতে হবে এবং আনলিমিটেড ওয়েব হোস্টিং ব্যবহার করতে পারবেন। ডোমেইন হোস্টিং এর পাশাপাশি C Pannel এর সুবিধাও রয়েছে। এর মাধ্যমে আপনি ওয়ার্সপ্রেসও ইনস্টল করে ওয়ার্ডপ্রেস দিয়ে প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
৩. Free Hosting.com
Freehosting.com এই কোম্পানি ফ্রি হোস্টিং কোম্পানি। এতে আপনি ফ্রি হোস্টিং পেলেও আপনাকে ডোমেইন ক্রয় করতে হবে। অর্থ্যাৎ আপনি ফিতে 10 GB of disk space Unlimited bandwidth ,1 hosted website1 e-mail account 1 MySQL database ইত্যাদি হোস্টিং সুবিধা পাবেন । যার মাধমে আপনি আপনার যেকোন ওয়েবসাটি পরিচালনা করতে পারবেন। ডোমেইন হোস্টিং এর পাশাপাশি C Pannel এর সুবিধাও রয়েছে। এর মাধ্যমে আপনি ওয়ার্সপ্রেসও ইনস্টল করে ওয়ার্ডপ্রেস দিয়ে প্রফেশনাল মানের ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
৪. Wix.com
Wix.com এর ডোমেইন ফ্রি ডোমেইন হোস্টিং ব্যবহার করে আপনি সহজেই যেকোন ওয়েবসাইট পরিচালনা করতে পারেন। বর্তমানে এর জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। Wix.com অনলাইন স্টোর , পার্সোনাল এবং কর্পোরেট ওয়েবসাইট সহ যেকোন পছন্দের যেকোন ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
৫. Wordpress.com
Wordpress.com এর ডোমেইন ফ্রি ডোমেইন হোস্টিং ব্যবহার করে আপনি ফ্রি ডোমেইন হোস্টিং এর পাশাপাশি ব্যবহার করে ফ্রিতেই একটি ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
৬. 000WebHost
000WebHostএর ডোমেইন ফ্রি ডোমেইন হোস্টিং ব্যবহার করে আপনি ফ্রি ডোমেইন হোস্টিং এর পাশাপাশি ব্যবহার করে ফ্রিতেই একটি ওয়েবসাইট তৈরী করতে পারবেন।
7. Blogger
Blogger হচ্ছে গুগল এর একটি পন্য। ব্লগার ডটকমের মাধ্যমে আপনার পছন্দের যেকোন ব্লগ সাইট সহজেই তৈরী করতে পারবেন। বর্তমানে এর জনপ্রিয়তা দিন দিন ব্যবহার করছে। শুরুতেই ব্লগার এর blogspot সাব-ডোমেইন ব্যবহার করে ব্লগসাইট তৈরী করতে হয় । পরবর্তীতে আপনি কাস্টম ডোমেইন ব্যবহার করতে পারেন।