স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ DGHS Job Circular 2022

স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২



DGHS Job Circular 2022: সম্প্রতি আবারো স্বাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস শীর্ষক প্রকল্পের আওতাধীন সরাসরি নিয়োগযোগ্য ৭৬৫টি পদে  বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি স্বাস্থ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।  বিজ্ঞপ্তিতে  সকল জেলার যোগ্য প্রার্থীগণ উক্ত পদসমূহে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবে।


সংক্ষিপ্ত বিবরণী 
প্রতিষ্ঠানের নামঃ স্বাস্থ্য  অধিদপ্তর (কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স এন্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস প্রজেক্ট)
সংক্ষিপ্ত নাম                 : ডিজিএইচএস
চাকরির ধরন                : সরকারি চাকরী
মোট পদসংখ্যা            :  ৭৬৫ টি
বেতন স্কেল                  :  বিজ্ঞপ্তিতে দেখুন
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ  : ২৯ জুন ২০২২
আবেদন শুরুর তারিখ     : ৩০ জুন ,২০২২ 
আবেদনের শেষ তারিখ    : ২১ জুলাই, ২০২২


পদবী, শিক্ষাগত যোগ্যতা ও পদসংখ্যা

পদের নাম: মেডিকেল অফিসার
পদ সংখ্যা: ১৩ জন
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস ১ বছরের ইন্টার্সিপ সহ
অভিজ্ঞতা :সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের চাকুরীর অভিজ্ঞতা
বেতন স্কেল: ১,০০,০০০ টাকা।
পদের নাম: ল্যাব কনসালট্যান্ট (মাইক্রোবায়ো/ভাইরো/বায়োকেমিস্ট)
পদসংখ্যা: ২৭ জন
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর/সমমানের ডিগ্রী
অভিজ্ঞতা :সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের চাকুরীর অভিজ্ঞতা
বেতন স্কেল: ৮০,০০০ টাকা।
পদের নাম: নার্স
পদসংখ্যা: ১৫০ জন
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন নার্সিং/ডিপ্লোম ইন নার্সিং
অভিজ্ঞতা :সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের চাকুরীর অভিজ্ঞতা
বেতন স্কেল: ৫৫,০০০ টাকা।

পদের নাম: ডিজিএইচএস সাপোর্ট স্টাফ-নন টেকনিক্যাল
পদসংখ্যা: ১ জন
শিক্ষাগত যোগ্যতা:  স্নাতক/সমমানের ডিগ্রী
অভিজ্ঞতা : জনবল ব্যবস্থাপনা সংক্রান্ত কাজে ৫ বছরের  অভিজ্ঞতা
বেতন স্কেল: ৬০,০০০ টাকা।

পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট
পদসংখ্যা: ১০৮  জন
শিক্ষাগত যোগ্যতা:  ল্যাব বিষয়ে ডিপ্লোমা/ সমমানের ডিগ্রী
অভিজ্ঞতা : সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা
বেতন স্কেল: ৬০,০০০ টাকা।

পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২ জন
শিক্ষাগত যোগ্যতা:  উচ্চ মাধ্যমিক/সমমান
অন্যান্য যোগ্যতা : কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ৩ মাসের 
অভিজ্ঞা: সংশ্লিষ্ট কাজে ১ বছরের অজিজ্ঞতা
বেতন স্কেল: ৩০,০০০ টাকা।

পদের নাম: মেডিকেল এ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৫৪ জন
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ২০,০০০ টাকা।

পদের নাম: আয়া
পদসংখ্যা: ১০৮ জন
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ২০,০০০ টাকা।

পদের নাম: ওয়ার্ড বয়
পদসংখ্যা: ১০৮ জন
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ২০,০০০ টাকা।

পদের নাম: ক্লিনার
পদসংখ্যা: ১৯৪ জন
শিক্ষাগত যোগ্যতা:  অষ্টম শ্রেণি
বেতন স্কেল: ২০,০০০ টাকা।

স্বাস্থ্য অধিদপ্তর জব সার্কুলার 2022

টপিকবিস্তারিত
নিয়োগকারী প্রতিষ্ঠান       স্বাস্থ্য অধিদপ্তর 
পদের নামবিজ্ঞপ্তিতে দেখুন
লোকেশন বাংলাদেশের যেকোন জায়গায়
মোট শূণ্যপদ৭৬৫টি
কাজের ধরনফুল টাইম চাকরী
চাকরীর ধরনসরকারি চাকরী
লিঙ্গপুরুষ ও মহিলা উভয়ই
শিক্ষাগত যোগ্যতাঅষ্টম, এসএসসি পাশ,এইচএসসি, স্নাতক/স্নাতকোত্তর 
অন্যান্য যোগ্যতা-----------
বয়স১৮-৬০ বছর
বেতন স্কেলবিজ্ঞপ্তিতে দেখুন
উৎসস্বাস্থ্য অধিদপ্তর অফিসিয়াল ওয়েবসাইট 
আবেদনের মাধ্যমঅনলাইন
আবেদন লিংকhttp://pkb.teletalk.com.bd/


Dghs.teletalk.com.bd job circular 2022





আবেদনের নিয়ম

dghsp.teletalk.com.bd apply


প্রথমে  এই লিংকে ক্লিক করে অনলাইনে  নির্ধারিত ফরমটি ওপেন করে ব্যক্তিগত তথ্য , শিক্ষাগত যোগ্যতার তথ্য ইত্যাদি যথাযথভোবে পূরণ করতে হবে। সর্বশেষ ছবি ও স্বাক্ষর আপলোড করতে হবে। ছবি আপলোডের সময় অবশ্যই ছবির সাইজ (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৩০০) Pixel  ও স্বাক্ষরের  সাইজ (দৈর্ঘ্য ৩০০ x প্রস্থ ৮০) Pixel  অনুযায়ী সাইজ করে নিতে হবে। ছবি ১০০ কিলোবাইট , স্বাক্ষর ৬০ কিলোবাইটের মধ্যে হতে হবে। ছবি ্ও স্বাক্ষর আপলোড করে আবেদন সাবমিট করলে আবেদন সফলভাবে সাবমিট হবে। তারপর আবেদন ফরমটি ডা্উনলোড করে টেলিটক মোবাইল অপারেটর এর মাধ্যমে এসএমসের মাধ্যমে আবেদন সাবমিট করার পর ৭২ ঘন্টার মধ্যে আবেদন ফি জমা দিতে হবে।


বিস্তারিত জানতে  সার্কুলারটি ডাউনলোড করুন।

সতর্কতাঃ আবেদনের করতে ইচ্ছুক সকল যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অনলাইনে নিম্মলিখিত নিয়মীবলী অনুসরণ করে অনলাইনে আবদেন দাখিল করতে হবে। আবেদনে কোন তথ্য ভূল হলে আবেদন গ্রহণযোগ্য হবেনা। বিজ্ঞপ্তিতে যেসকল জেলাগুলোকে আবেদন করতে বলা হয়নাই সেসকল জেলাসমূহ আবেদন করতে পারবেনা।



একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন