চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ২০২১-২০২২ ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদনের সময়সীমা বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ৩০.০৬.২০২২ তারিখে অনুষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি এর (Core Committee) ৫ম সভার ১নং সিদ্ধান্তক্রমে বন্যা কবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের দূর্ভোগের বিষয় বিবেচনা করে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদনের সময়সীমা নিম্নরূপে পুনঃনির্ধারণ করা হয়েছে।
আবেদনের নতুন সময়সীমা
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ০৮ জুলাই ২০২২ তারিখ (শুক্রবার) রাত ১১:৫৯ টা পর্যন্ত করা যাবে এবং ১৫ জুলাই ২০২২ তারিখ (শুক্রবার) রাত ১১:৫৯ টা পর্যন্ত ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি জমা দেয়া যাবে। আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তীত থাকবে।
এ সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।