মুজিববর্ষ সম্পর্কে সাধারন জ্ঞান || Mujib 100 GK Pdf

মুজিব শতবর্ষ সাধারণ জ্ঞান

ফিরে দেখা মুজিব শতবর্ষ ২০২০-২০২১ 

mujib 100 gk pdf,বঙ্গবন্ধু সম্পর্কে mcq প্রশ্ন pdf,বঙ্গবন্ধু সম্পর্কে কুইজ প্রশ্ন ও উত্তর,বঙ্গবন্ধু কুইজ প্রশ্ন ও উত্তর ২০২২,বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে কুইজ,mujib shotoborsho, মুজিব বর্ষ সম্পর্কে ১০ টি বাক্য,মুজিব বর্ষ নিয়ে সাধারণ জ্ঞান,মুজিব বর্ষ নিয়ে সাধারণ জ্ঞান ২০২২,এক নজরে মুজিব বর্ষমুজিব ১০০ বর্ষ,মুজিব বর্ষ ওয়েবসাইট,মুজিব বর্ষের থিম সং এর রচয়িতা কে,মুজিব বর্ষের লোগোর ডিজাইনার কেমুজিববর্ষ উপলক্ষে কোন পত্রিকা চালু হয়মুজিব বর্ষ কতটি দেশে পালিত হবেমুজিব 100 বর্ষ,মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে প্রতিবেদন,মুজিব বর্ষ অনুচ্ছেদ pdf

মুজিব বর্ষ নিয়ে সাধারণ জ্ঞান ২০২২

• ওয়েবসাইট: mujib100.gov.bd। 
• বর্ষব্যাপী কর্মসূচি পালনে পরিকল্পনা নেওয়া হয়েছে; ২৯৬টি
• স্লোগান: মুজিববর্ষের প্রতিশ্রুতি, আর্থিক খাতের অগ্রগতি
• বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক যে উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ: ডক্টর অব লজ (মরণােত্তর) 
• পুরস্কার প্রবর্তন: গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ।
• মুজিববর্ষ ঘােষণা হয় কবে- ১২ই জানুয়ারি, ২০১৯।
• মুজিববর্ষ পালনের কমিটি গঠন করা হয়- ১৪ জুলাই, ২০১৯। 
• প্রধান সমন্বয়ক করা হয়- ড. কামাল আব্দুল নাসেরকে। 
• মুজিবর্ষের কাউন্টডাউন বা গণনা শুরু হয়- ১০ জানুয়ারি, ২০২০। 
• মুজিব বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হয়- ১৭ মার্চ, ২০২০। 
• মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটির সদস্য ছিল- ১১৯ জন (সভাপতি-প্রধামন্ত্রী শেখ হাসিনা)। 
• মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য ছিলেন- ৭৯ জন (সভাপতি-মােহাম্মদ রফিকুল ইসলাম)। 
• মুজিববর্ষের থিম সং: তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘর.... ।
• মুজিববর্ষের থিম সং এর গীতিকার ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং সুরকার নকিব খান ।
• মুজিববর্ষের থিম সং এর শিল্পী: শেখ রেহানাসহ ২০ জন। 
• মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা কবিতার শিরােনাম বাবা। 
• মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়। 
• ১৭ মার্চ ২০২০ স্মরণীয় করে রাখতে ইংল্যান্ডের সারে শহরে বঙ্গবন্ধু দিবস পালিত হয়। 
• ২ মার্চ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি'র মেয়র মুরিয়েল বােসা মুজিবর্ষ পালনের ঘােষণা দেন।
• ১৭ মার্চ ২০২০ যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবস পালন করা হয়- কানাডার রাজধানী অটোয়ায়। 
• মুজিববর্ষ উপলক্ষে দুটি গ্রামকে মৎস্য গ্রাম ঘােষণা করার উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর। গ্রাম দুটি হচ্ছে নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার হালইসার। 
• ঢাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি' শীর্ষক নতুন একটি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা
 করা। 
• মুজিববর্ষ উপলক্ষে সম্প্রতি প্রকাশিত মাসিক পত্রিকার নাম কালি ও কলম' উন্মােচন ৯ ফেব্রুয়ারি, ২০২০। পত্রিকাটির সম্পাদক আকুল
হাসনাত (কালি ও কলম পত্রিকার সাহিত্য সম্পাদক প্রেমেন্দ্র মিত্র)। 
• মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদে বিশেষ অধিবেশন হয়- ৮ নভেম্বর, ২০২০ (১ম বিশেষ অধিবেশন)। 
• মুজিবর্ষে বঙ্গবন্ধুর স্মরণে পুরস্কারের ঘােষণা দেয়- ইউনেস্কো (সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে)। 
• মুজিববর্ষ পালনকারী সংস্থা ইউনেস্কো (১৯৩ সদস্য দেশ পালন করে)। 
• মুজিববর্ষে বঙ্গবন্ধুকে মরণােত্তর পুরস্কার প্রদান করে- ভারত (গান্ধী শান্তি পুরস্কার)। 
• মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র- বঙ্গবন্ধু (পরিচালক- শ্যাম বেনেগাল)। 
• ৭ম ব্যাংক নােট হিসেবে ২০০ টাকার মূল্যমানের নােট প্রকাশ: ১৭ মার্চ ২০২০ 
• মুজিববর্ষ উপলক্ষে ডাক টিকেট প্রকাশ করে জাতিসংঘ, নাইজেরিয়া। 
• মুজিববর্ষের ইভেন্ট- বঙ্গবন্ধু বিপিএল (চ্যাম্পিয়ন জেমকন খুলনা)। 
• মুজিব শতবর্ষের লােগাের ডিজাইনার সব্যসাচী হাজরা (প্রচ্ছদ শিল্পী)। 
• মুজিববর্ষে স্ট্যাম্প প্রকাশ করে- ডাক ও টেলিযােগাযােগ মন্ত্রণালয়।

মুজিব বর্ষ নিয়ে সাধারণ জ্ঞান pdf

PDF DOWNLOAD

নিত্যনতুন চাকরির আপডেট, চাকরীর সাজেশন ও একাডেমিক সাজেশন পেতে আমাদের ফেসবুক পেইজে যুক্ত হওন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন