মুজিব শতবর্ষ সাধারণ জ্ঞান
ফিরে দেখা মুজিব শতবর্ষ ২০২০-২০২১
মুজিব বর্ষ নিয়ে সাধারণ জ্ঞান ২০২২
• ওয়েবসাইট: mujib100.gov.bd।
• বর্ষব্যাপী কর্মসূচি পালনে পরিকল্পনা নেওয়া হয়েছে; ২৯৬টি
• স্লোগান: মুজিববর্ষের প্রতিশ্রুতি, আর্থিক খাতের অগ্রগতি
• বঙ্গবন্ধুকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক যে উপাধি প্রদানের সিদ্ধান্ত গ্রহণ: ডক্টর অব লজ (মরণােত্তর)
• পুরস্কার প্রবর্তন: গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ।
• মুজিববর্ষ ঘােষণা হয় কবে- ১২ই জানুয়ারি, ২০১৯।
• মুজিববর্ষ পালনের কমিটি গঠন করা হয়- ১৪ জুলাই, ২০১৯।
• প্রধান সমন্বয়ক করা হয়- ড. কামাল আব্দুল নাসেরকে।
• মুজিবর্ষের কাউন্টডাউন বা গণনা শুরু হয়- ১০ জানুয়ারি, ২০২০।
• মুজিব বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন হয়- ১৭ মার্চ, ২০২০।
• মুজিববর্ষ উদযাপন জাতীয় কমিটির সদস্য ছিল- ১১৯ জন (সভাপতি-প্রধামন্ত্রী শেখ হাসিনা)।
• মুজিববর্ষ উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্য ছিলেন- ৭৯ জন (সভাপতি-মােহাম্মদ রফিকুল ইসলাম)।
• মুজিববর্ষের থিম সং: তুমি বাংলার ধ্রুবতারা, তুমি বাংলার বাতিঘর.... ।
• মুজিববর্ষের থিম সং এর গীতিকার ড. কামাল আবদুল নাসের চৌধুরী এবং সুরকার নকিব খান ।
• মুজিববর্ষের থিম সং এর শিল্পী: শেখ রেহানাসহ ২০ জন।
• মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠ করা কবিতার শিরােনাম বাবা।
• মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সালের অমর একুশে গ্রন্থমেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়।
• ১৭ মার্চ ২০২০ স্মরণীয় করে রাখতে ইংল্যান্ডের সারে শহরে বঙ্গবন্ধু দিবস পালিত হয়।
• ২ মার্চ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি'র মেয়র মুরিয়েল বােসা মুজিবর্ষ পালনের ঘােষণা দেন।
• ১৭ মার্চ ২০২০ যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিবস পালন করা হয়- কানাডার রাজধানী অটোয়ায়।
• মুজিববর্ষ উপলক্ষে দুটি গ্রামকে মৎস্য গ্রাম ঘােষণা করার উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদপ্তর। গ্রাম দুটি হচ্ছে নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার হালইসার।
• ঢাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি' শীর্ষক নতুন একটি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা
করা।
• মুজিববর্ষ উপলক্ষে সম্প্রতি প্রকাশিত মাসিক পত্রিকার নাম কালি ও কলম' উন্মােচন ৯ ফেব্রুয়ারি, ২০২০। পত্রিকাটির সম্পাদক আকুল
হাসনাত (কালি ও কলম পত্রিকার সাহিত্য সম্পাদক প্রেমেন্দ্র মিত্র)।
• মুজিববর্ষ উপলক্ষ্যে সংসদে বিশেষ অধিবেশন হয়- ৮ নভেম্বর, ২০২০ (১ম বিশেষ অধিবেশন)।
• মুজিবর্ষে বঙ্গবন্ধুর স্মরণে পুরস্কারের ঘােষণা দেয়- ইউনেস্কো (সৃজনশীল অর্থনীতির ক্ষেত্রে)।
• মুজিববর্ষ পালনকারী সংস্থা ইউনেস্কো (১৯৩ সদস্য দেশ পালন করে)।
• মুজিববর্ষে বঙ্গবন্ধুকে মরণােত্তর পুরস্কার প্রদান করে- ভারত (গান্ধী শান্তি পুরস্কার)।
• মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র- বঙ্গবন্ধু (পরিচালক- শ্যাম বেনেগাল)।
• ৭ম ব্যাংক নােট হিসেবে ২০০ টাকার মূল্যমানের নােট প্রকাশ: ১৭ মার্চ ২০২০
• মুজিববর্ষ উপলক্ষে ডাক টিকেট প্রকাশ করে জাতিসংঘ, নাইজেরিয়া।
• মুজিববর্ষের ইভেন্ট- বঙ্গবন্ধু বিপিএল (চ্যাম্পিয়ন জেমকন খুলনা)।
• মুজিব শতবর্ষের লােগাের ডিজাইনার সব্যসাচী হাজরা (প্রচ্ছদ শিল্পী)।
• মুজিববর্ষে স্ট্যাম্প প্রকাশ করে- ডাক ও টেলিযােগাযােগ মন্ত্রণালয়।