চাকরীর আবেদনের পরীক্ষার ফি সংক্রান্ত প্রজ্ঞাপন
গত ২২ সেপ্টেম্বর ২০২২ তারিখে অর্থ মন্ত্রনালয়ের অর্থ বিভাগ হতে চাকরি র আবেদনের পরীক্ষার ফি সংক্রান্ত একটি প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে। সকল মন্ত্রনালয়/বিভাগ/অধিদপ্তর/পরিদপ্তর/দপ্তর এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহে জনবল নিয়োগের ক্ষেত্রে গ্রেডভিত্তিক পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। নিচে পুনঃনির্ধারণকৃত ফি সমূহের তালিকা দেওয়া হল।
ক্রমিক | পদের গ্রেড | পরীক্ষার ফি হার (টাকা) |
---|---|---|
১ | ৯ম গ্রেড বা তদুর্ধ্ব গ্রেড (নন ক্যাডার | ৬০০/- (ছয়শত) |
২ | ১০ম গ্রেড | ৫০০/- (ছয়শত) |
৩ | ১১তম ও ১২ তম গ্রেড | ৩০০/- (ছয়শত) |
৪ | ১৩তম থেকে ১৭ তম গ্রেড | ২০০/- (ছয়শত) |
৫ | ১৭তম থেকে ২০ তম গ্রেড | ১০০/- (ছয়শত) |