এনআইডি কার্ড সংশোধন করার নিয়ম
জাতীয় পরিচয়পত্র সংশোধন করার পদ্ধতি অনলাইনে খুবই সহজ এবং খুব অল্প সময়ে সম্পন্ন হয়। আপনার জাতীয় পরিচয়পত্রে কোন তথ্য ভূল থাকে তাহলে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আপনি আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে পারবেন:
ধাপ ১: বাংলাদেশ নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সেবার অফিশিয়াল ওয়েবসাইটে যান । ওয়েবসাইট লিংক - https://services.nidw.gov.bd/
ধাপ ২: অ্যাকাউন্ট তৈরি করুন ঃ
অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে, সঠিক জাতীয় পরিচয়পত্র নম্বর ও জন্মতারিখ রেজিষ্টার করুন বাটনে ক্লিক করে একটি অ্যাকাউন্ট তৈরি করুন। একাউন্ট খুলার আগে অবশ্যই গুগল প্লে স্টোর হতে এনআইডি ওয়ালেট () অ্যাপসটি ডাউনলোড করে নিন যেটি দিয়ে আপনার মুখমন্ডল স্ক্যান করে আপনার রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
ধাপ ৩: প্রোফাইলে প্রবেশ করুনঃ
অ্যাকাউন্ট তৈরি হলে আপনি আপনার এনআইডি প্রোফাইল দেখতে পাবেন। প্রোফাইলে প্রবেশ করার পর এডিট বাটনে ক্লিক করন ।
ধাপ ৪: জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন করুনঃ
4. প্রোফাইলে যাওয়ার পর আপনার যেসকল তথ্য পরিবর্তন করা প্রয়োজন সেই তথ্যগুলো এডিট করুন। এডিট করার পর পরবতী ধাপে প্রবেশ করুন। জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য ২৩০ টাকা ,জাতীয় পরিচয়পত্র ও অন্যান্য তথ্য সংশোধনের জন্য ৩৪৫ টাকা ও শুধুমাত্র অন্যান্য তথ্য সংশোধনের ১১৫ টাকা বিকাশ অ্যাপসের মাধ্যমে জমা দিন। বিকাশে ফি পরিশোধ করার জন্য প্রথমে বিকাশ অ্যাপস্ এ প্রবেশ করুন। তারপর পে বিল এ ক্লিক করে এনআইডি বিল সিলেক্ট করুন। প্রয়োজনীয় ফি জমা দিন।
ধাপ ৫: ডকুমেন্ট আপলোড
5. যে সকল তথ্য আপনি সংশোধন করতে চান, সে সম্পর্কিত ডকুমেন্টস আপলোড করুন, উদাহরণস্বরূপ, নাম সংশোধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন,সার্টিফিকেট,পাসপোর্ট অথবা আপনার সঠিক নাম উল্লেখিত রয়েছে সেই সম্পর্কিত প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন
ধাপ ৬: আবেদন সাবমিট
ডকুমেন্ট আপলোডের পর আবেদনের প্রিভিউ দেখতে পাবেন। আবেদনের প্রিভিউ দেখে আবেদন সাবমিট করুন। যদি কোন তথ্য এডিট করা লাগে তাহলে পেছনে বাটনে ক্লিক করে ঠিক করে নিন। আবেদন সাবমিট হওয়ার পর প্রোফাইল হতে সংশোধন আবেদন কপিটি ডাউনলোড করতে পারবেন। আবেদন সাবমিট করার পর কিছুদিন অপেক্ষা করুন । এনআইডি সংশোধন হয়ে গেলে পরবর্তীতে আপনার প্রোফাইল হতে সংশোধিত এনআইডিটি ডাউনলোড করতে পারবেন।
ধাপ ৭: স্ট্যাটাস চেক
আপনি আপনার সংশোধন আবেদনের স্ট্যাটাস অনলাইনে দেখতে পারবেন।
এই প্রক্রিয়ার মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্র সংশোধন সহজভাবে সম্পন্ন করতে পারেন। যেহেতু সমস্ত প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন হয়, আপনি সময় ও শ্রম অনেকটা কমে আসবে ক এবং সঠিক জাতীয় পরিচয়পত্রটি পেতে পারেন।