ভোটার তালিকা হালনাগাদ ২০২২

 নতুন ভোটার তথ্য হালনাগাদ ২০২২

আবারো শুরু হয়েছে নতুন ভোটার তথ্য হালনাগাদ ২০২২। যারা এখনো ভোটার হননি কিংবা পূর্বে ভোটার হওয়া থেকে বাদ পড়েছেন তারা চাইলে এই হালনাগাদের সময় ভোটার হতে পারবেন। ভোটার তথ্য হালনাগাদ কর্মসূচিতে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের নিকট হতে তথ্য সংগ্রহ করা হবে। এ কর্মসূচিতে মৃত ব্যক্তিদের নাম ভোটার তালিকা হতে কর্তন ও ভোটার এলাকা স্থানান্তরের বিষয়ে কার্যক্রম গৃহীত হবে। ভোটার হওয়ার জন্য আপনার বয়স কত হতে হবে,কখন থেকে এই নিবন্ধন কার্যক্রমটি শুরু হবে এবং ভোটার হতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে বিস্তারিত নিচে দেওয়া হল।

ভোটার তথ্য হালনাগাদ ২০২২; ভোটার লিস্ট তালিকা; নতুন ভোটার ২০২২; অনলাইনে নতুন ভোটার নিবন্ধন; নতুন ভোটার নিবন্ধন; nid new registration bangladesh; nid bd;

নতুন ভোটার নিবন্ধন ২০২২

ভোটার হওয়ার জন্য বয়স কত হতে হবে?

ভোটার তথ্য হালনাদের সময় আপনার বয়স অবশ্যই ০১ জানুয়ারী ২০০৭ অথবা এর পূর্বে
 হতে হবে এবং বিগত বছরে যারা ভোটার তালিকা হালনাগাদের সময় বাদ পড়েছেন তারাও  এই হালনাগাদ প্রক্রিয়ায় ভোটার হতে পারবেন। যাদের জন্ম ০১/০১/২০০৬ ও ০১/০১/২০০০৭ সালের পর যাদের জন্ম তাদের নাম যথাক্রমে ২০২৪ ও ২০২৫ সালে ভোটার তালিকায় অন্তর্ভূক্তি করা হবে। এছাড়া হিজড়া জনগোষ্ঠীও ভোটার হতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই সমাজসেবা অফিস হতে প্রত্যয়ন সংগ্রহ করতে হবে।

New Voter Registration Bd

ভোটার হতে কি কি কাজগপত্র লাগবে?

 অনলাইনে আবেদন করে ভোটার হওয়া থেকে ভোটার তথ্য হালনাদের সময় ভোটার হওয়া অপেক্ষাত  সহজ। অনলাইনে ভোটার হতে আপনার অনেক বেশি কাগজপত্রের প্রয়োজন। কিন্তু ভোটার তালিক হালনাগাদের সময় ভোটার হলে অপেক্ষাকৃত কম কাগজপত্রের প্রয়োজন হয়। ভোটার তথ্য হালনাদের সময় আপনার যেসকল কাগজপত্রের প্রয়োজন হবে সেগুলো হলোঃ
  • অনলাইন জন্মসনদ
  • মাধ্যমিক/ যেকোন পাবলিক পরীক্ষার সাটিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
  • চেয়ারম্যান সনদ
  • প্রত্যয়ন/বাড়ি ভাড়া/হোল্ডিং ট্যাক্স/ইউটিলিটি বিল পরিশোধের রশিদের কপি
  • পিতা-মাতার এনআইডি কপি (প্রযোজ্য ক্ষেত্রে)
  • স্বামী/স্ত্রীর এনআইডি কপি (প্রযোজ্য ক্ষেত্রে)

কখন থেকে এই কার্যক্রম শুরু হবে?

বাড়ি বাড়ি গিয়ে ভোটার তথ্য হালনাদ কর্মসূচি আগামী ২০শে মে ২০২২ হতে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত তথ্য সংগ্রহ করা হবে। অবশ্যই এই সময়ের মধ্যে নিবন্ধন ফরম পূরণ করতে হবে। নিচে প্রয়োজনীয় তারিখসমূহ দেওয়া হলোঃ
 
বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ ঃ- ২০ মে ২০২২ হতে পরবর্তী তিন সপ্তাহ পর্যন্ত
নিবন্ধন কেন্দ্রে বায়োমেট্রিকসহ ছবি তোলা ঃ- ১০ জুন-২০ নভেম্বর ২০২২
খসড়া ভোটার তালিকা প্রকাশ ঃ ০২ জানুয়ারী ২০২৩
দাবি আপত্তি ও সংশোধনের সময় আবেদনের শেষ তারিখ-১৭ জানুয়ারী ২০২৩
হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ - ০২ মার্চ ২০২৩

ভোটার তালিকা হালনাগাদ ২০২২


পোস্টটি ভালো লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পোস্ট সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যাতে আপনার পরিচিত যেকেউ এই হালনাগাদ কর্মসূচিতে অংশগ্রহণ করে ভোটার হতে পারে।



3 মন্তব্যসমূহ

  1. ছবি তোলার পর কত দিন পর অনলাইনে NID Card পাওয়া যাবে??

    উত্তরমুছুন
  2. আমি ২০০৫ সালে জন্মগ্রহন করছি।আর আমি ২০২২ সালে নিবন্ধন করছি,আমি কি অনলাইন আইডি কার্ড ডাইনলোড করতে পারবো

    উত্তরমুছুন
নবীনতর পূর্বতন