বর্ডার গার্ড বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
বর্ডার গার্ড বাংলাদেশ
(বাংলা অর্থ:বাংলাদেশ সীমান্তরক্ষক) বাংলাদেশের একটি আধাসামরিক বাহিনী।এর কাজ হল মূলত বাংলাদেশের সীমান্ত রক্ষা করা। এর প্রধান কার্যালয় ঢাকার পিলখানায় অবস্থিত। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পূর্বে এর নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেল্স (ইপিআর)। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর ১৯৭২ সালে এর নাম হয় 'বাংলাদেশ রাইফেলস' (বিডিআর)। ২০০৯ সালে পুনরায় নাম পরিবর্তন করে রাখা হয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২০১৬ সালে এই বাহিনীতে সর্বপ্রথম নারী সৈনিক যোগ দেয়।
বিজিবি নিয়োগ ২০২২
আবেদনের যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতাঃ
পুরুষ ও মহিলা উভয় HSC প্রার্থীরা আবেদন করতে পারবেন। SSC বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA 3.00 এবং HSC বা সমমানের পরীক্ষায় ন্যূনতম GPA 2.50 থাকতে হবে।
উচ্চতা ও ওজনঃ
পুরুষ প্রার্থীদের অবশ্যই ৫ ফুট ৬ ইঞ্চি লম্বা, ওজন ৪৯.৮৯৫ কেজি বা ১১০ পাউন্ড হতে হবে, স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ৩২ইঞ্চি এবং ফোলা অবস্থায় ৩৪ ইঞ্চি হতে হবে।
মহিলা প্রার্থীদের অবশ্যই ৫ ফুট ২ ইঞ্চি লম্বা, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড হতে হবে, স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ২৮ ইঞ্চি এবং ফুলে যাওয়া অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে।
উপজাতীয় পুরুষ প্রার্থীদের অবশ্যই ৫ ফুট ৪ ইঞ্চি লম্বা, ওজন ৪৭.১৭৩ কেজি বা ১০৪ পাউন্ড হতে হবে, স্বাভাবিক অবস্থায় বুকের মাপ ৩০ইঞ্চি এবং ফোলা অবস্থায় ৩২ ইঞ্চি হতে হবে। উপজাতীয় মহিলা প্রার্থীদের ৫ ফুট লম্বা, ওজন ৪৩.৫৪৪ কেজি বা ৯৬ পাউন্ড হতে হবে।
বয়স
১১ নভেম্বর ২০২২ তারিখে প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে। দৃষ্টিশক্তি ৭/৮ থাকতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে।
বেতন স্কেল
জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী ৯০০০ থেকে ২১,৮০০/- টাকা। তৎসহ বাড়ি ভাড়া, বাসস্থান এবং বিধি মোতাবেক প্রাপ্ত অন্যান্য সকল সুযোগসুবিধা।
BGB Job Circular 2022 99 Batch
সংক্ষিপ্ত বিবরণী
প্রতিষ্ঠানের নাম : বর্ডার গার্ড বাংলাদেশ
সংক্ষিপ্ত নাম : বিজিবি
পদের নাম : সিপাহী (জিডি)
চাকরির ধরন : সরকারি চাকরী
মোট পদসংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন
বেতন স্কেল : বিজ্ঞপ্তিতে দেখুন
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: -------------
আবেদন শুরুর তারিখ: ২৬ মে ,২০২২, সকাল ১০টা থেকে
আবেদনের শেষ তারিখ: ৪ জুন, ২০২২ পর্যন্ত
মোট পদসংখ্যা : বিজ্ঞপ্তিতে দেখুন
বেতন স্কেল : বিজ্ঞপ্তিতে দেখুন
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ: -------------
আবেদন শুরুর তারিখ: ২৬ মে ,২০২২, সকাল ১০টা থেকে
আবেদনের শেষ তারিখ: ৪ জুন, ২০২২ পর্যন্ত
বিজিবি নিয়োগ ২০২২ সার্কুলার ৯৯ তম ব্যাচ
টপিক | বিস্তারিত |
---|---|
নিয়োগকারী প্রতিষ্ঠান | বর্ডার গার্ড বাংলাদেশ |
পদের নাম | সিপাহী (জিডি) |
লোকেশন | বাংলাদেশের যেকোন জায়গায় |
মোট শূণ্যপদ | --------- |
কাজের ধরন | ফুল টাইম চাকরী |
চাকরীর ধরন | সরকারি চাকরী |
লিঙ্গ | পুরুষ ও মহিলা উভয়ই |
শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি পাস |
অন্যান্য যোগ্যতা | বিজ্ঞপ্তিতে দেখুন |
বয়স | ১৮-২৩ বছর |
বেতন স্কেল | ৯,০০০-২১,৮০০/- |
উৎস | বিজিবি অফিসিয়াল ওয়েবসাইট |
আবেদনের মাধ্যম | এসএমএস |
আবেদন | টেলিটকের মাধ্যমে |
BGB Job Circular 2022
আবেদন শুরু ও শেষ তারিখ
আবেদন শুরু- 26 মে 2022 সকাল 10 টা থেকে শুরু হয়ে
আবেদন শেষ সময়- 04 জুন 2022 দুপুর 12 টা পর্যন্ত
আবেদন শেষ সময়- 04 জুন 2022 দুপুর 12 টা পর্যন্ত
রেজিস্ট্রেশন নিয়ম:
টেলিটক মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে২৬মে ২০২২ সকাল ১০ টা থেকে ০৪ জুন ২০২২ দুপুর ১২ টা পর্যন্ত।
প্রথমে মোবাইল মেসেজ অপশনে যান BGB <space> HSC PASS YEAR <space> HSC Board Keyword <space> HSC Roll <space> SSC Pass Year <space> SSC Board Keyword <space> SSC Roll <space> Home District Code <space> উপজেলার নাম লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। বিজ্ঞপ্তিতে প্রতিটি জেলার কোড নম্বর পাওয়া যাবে।
BGB Job Circular 2022 PDF
এসএমএসে পাঠানো তথ্য যাচাই করার পর যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক ফিরতি এসএমএসে একটি পিন নম্বর পাঠানো হবে। বিজিবি <স্পেস> হ্যাঁ <স্পেস> পিন নম্বর <স্পেস> প্রাপ্ত পিন নম্বর সহ যোগাযোগের মোবাইল নম্বর এবং 16222 নম্বরে আবার এসএমএস পাঠান।
দ্বিতীয় এসএমএস পাঠানোর সময় আপনার কাছে টাকা ব্যালেন্স থাকতে হবে। পরীক্ষার ফি বাবদ ১৫০ টাকা এবং মোট টাকা। এসএমএস চার্জ সহ 160। আবেদনের ফি কেটে নেওয়ার পর রেজিস্ট্রেশন নম্বর সহ একটি নিশ্চিতকরণ SMS পাঠানো হবে। আপনাকে নিবন্ধন নম্বর সহ এসএমএস সংরক্ষণ করতে হবে।
যেকোনো মোবাইল থেকে 0179600698 নম্বরে বা টেলিটক থেকে 121 নম্বরে কল করে বিস্তারিত জানা যাবে।
বিস্তারিত জানতে সার্কুলারটি ডাউনলোড করুন।
সার্কুলার ডাউনলোড
আবেদনের সময় বাকি