2022 সালের এসএসসি পরীক্ষার সময়সূচি
২০২২ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। 2021 সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার মতো এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা/2022 সালের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষা বোর্ড ইতিমধ্যে সকল বোর্ডের ২০২২ সালের এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশ করেছে। এবারের এসএসসি পরীক্ষা ১৯ জুন থেকে ৮ জুলাই ২০২২ পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ এই পোস্টে আমরা পরীক্ষার রুটিন, পরীক্ষার সময় কতক্ষণ এবং কখন ব্যবহারিক পরীক্ষা শুরু হবে বিস্তারিত আলোচনা করব।
এসএসসি পরীক্ষার রুটিন ২০২২
পরীক্ষার রুটিন একজন ছাত্র/ছাত্রীকে তার পড়ালেখাকে গুছিয়ে নিতে ও লেখাপড়ায় এগিয়ে নিতে অনেক সাহায্য করে থাকে। সকল ছাত্রছাত্রীরা পরীক্ষার রুটিন কখন দিবে সেটা নিয়ে একটা দুশ্চিন্তায় থাকে। কিভাবে সে তার পড়া শেষ করবে এবং পরীক্ষার রুটিন অনুসরণ করে কিভাবে পড়লে তার পড়াশোনা শেষ হবে ও পরীক্ষার জন্য কিভাবে প্রস্তুতি নিবে সেটা নির্ভর করে । ইতিমধ্যে ২০২২ সালের অনুষ্ঠিত হতে যাওয়া এসএসসি পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। নিচে সকল বিভাগের রুটিন দেওয়া হলো।