প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়োগ
প্রবাসী কল্যাণ ব্যাংক হচ্ছে বাংলাদেশের একটি রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক, প্রবাসীদের জন্য বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান। প্রবাসী বাংলাদেশীদের আর্থিক সেবা প্রদানের লক্ষে বাংলাদেশ সরকার ২০১০ সালে এই ব্যাংকটি প্রতিষ্ঠা করে। ১ বিলিয়ন টাকা মূলধন নিয়ে ব্যাংকটি যাত্রা শুরু করে এই অর্থের ৯৫ ভাগ এসেছে প্রবাসী শ্রমিক কল্যাণ ফান্ড থেকে এবং বাকি ৫ ভাগ এসেছে বাংলাদেশ সরকার হতে।
অভিবাসীদের সার্বিক কল্যাণের লক্ষ্যে সরকার প্রবাসী কল্যাণ ব্যাংক আইন-২০১০ এর মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকায় কলম্বো প্রসেস এর ৪র্থ সম্মেলন চলার সময় ২০১১ সালের ২০ শে এপ্রিল এই ব্যাংকের শুভ উদ্বোধন করেন।
Probashi Kallyan Bank Job Circular 2022
সংক্ষিপ্ত বিবরণী:
সতর্কতাঃ আবেদনের
করতে ইচ্ছুক সকল যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অনলাইনে নিম্মলিখিত নিয়মীবলী
অনুসরণ করে অনলাইনে আবদেন দাখিল করতে হবে। আবেদনে কোন তথ্য ভূল হলে আবেদন
গ্রহণযোগ্য হবেনা। বিজ্ঞপ্তিতে যেসকল জেলাগুলোকে আবেদন করতে বলা হয়নাই সেসকল জেলাসমূহ আবেদন করতে পারবেনা।
প্রবাসী কল্যাণ ব্যাংক জব সার্কুলার ২০২২
টপিক | বিস্তারিত | |
---|---|---|
নিয়োগকারী প্রতিষ্ঠান | প্রবাসী কল্যাণ ব্যাংক |
|
পদের নাম | বিজ্ঞপ্তিতে দেখুন |
|
লোকেশন | বাংলাদেশের যেকোন জায়গায় | |
মোট শূণ্যপদ | ২৮২ টি | |
কাজের ধরন | ফুল টাইম চাকরী | |
চাকরীর ধরন | সরকারি চাকরী | |
লিঙ্গ | পুরুষ ও মহিলা উভয়ই | |
শিক্ষাগত যোগ্যতা | অষ্টম, এসএসসি পাশ | |
অন্যান্য যোগ্যতা | ----------- | |
বয়স | ১৮-৩০ বছর | |
বেতন স্কেল | বিজ্ঞপ্তিতে দেখুন | |
উৎস | প্রবাসী কল্যাণ ব্যাংক অফিসিয়াল ওয়েবসাইট | |
আবেদনের মাধ্যম | অনলাইন | |
আবেদন লিংক | http://pkb.teletalk.com.bd/ |
PKB Job Circular 2022
Probashi Kallyan Bank Job Circular 2022
বিস্তারিত জানতে সার্কুলারটি ডাউনলোড করুন।
আপনার সাইটের থিমটা দেখতে খুবই সুন্দর। এবং সুন্দর-সাবলীল আপনার লেখার ধরণও। আপনার জন্য শুভকামনা।
উত্তরমুছুনধন্যবাদ
মুছুনভাই, আপনি কোন ফণ্ট ব্যবহার করেন, জানতে পারি?
উত্তরমুছুনসোলাইমান লিপি
উত্তরমুছুনশুকরিয়া ভাই
মুছুন